বিএনপি নেতার কারখানায় ডাকাতির অভিযোগ; ৪০-৪৫ লাখ টাকার মালপত্র লুট
টাঙ্গাইলে বিএনপির এক নেতার ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। জেলার মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে ওই নেতার খামারবাড়ি সংলগ্ন কারখানায় গত শুক্রবার (২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মালপত্র লুট হয়েছে বলেও জানানো হয়।