প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলায় মেতেছে পঞ্চগড়ের বাসিন্দারা। মাঠভরা দর্শকের উল্লাস আর খেলোয়াড়দের নৈপুণ্য মুগ্ধ করছে সবাইকে। পৌষের মিষ্টি রোদে তাই জমে উঠে খেলার মাঠ প্রান্তর।