১৭ নভেম্বর-১০ মার্চ পর্যন্ত চলবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
কেজিতে তিন টাকা করে বাড়িয়ে নয় লাখ টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার ৩৩ টাকা দরে সাড়ে তিন লাখ টন ধান, ৪৭ টাকা দরে সাড়ে পাঁচ লাখ টন সিদ্ধ এবং ৪৬ টাকা দরে এক লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে। আজ (বুধবার, ৬ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। আগামী ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের সচিব।