মূলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে সমতায় ফিরল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মুলতানের পিচ যেনো বোলারদের জন্য স্বর্গরাজ্য আর ব্যাটারদের জন্য বধ্যভূমি। স্বাগতিক হয়েও তাই মতি-ওয়ারিক্যানদের বোলিং দুর্বোধ্য হয়ে ওঠে বাবর-শান মাসুদদের কাছে।