ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মাত্র ৩০ মিনিট সময়ে লেখা এই গান ঠিক কেন এবং কোন প্রেক্ষাপটে রচনা করছিলেন কবি নজরুল? এ নিয়ে মতবিরোধ থাকলেও মূল পটভূমি আসলে কী? তৎকালীন মুসলিম সমাজের বিরুদ্ধাচারের জবাব দেয়া নাকি ভিন্ন এক ঘটনা! আজকের এই প্রতিবেদনে এর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।