ঠাকুরগাঁয়ে ছয় বছরে গম চাষ অর্ধেকে নেমেছে
উর্বর মাটি আর অনুকূল আবহাওয়া হওয়ায় উত্তর জনপদে গম চাষ নিয়ে আছে গর্ব করার মতো ইতিহাস। শুধু তাই নয়,একসময় দেশের পাঁচ ভাগের এক ভাগ গম উৎপাদন হতো শুধু উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েই। কিন্তু বাংলাদেশের রুটির ঝুড়ি খ্যাত ঠাকুরগাঁওয়ে গেল ৬ বছরের গম চাষ অর্ধেকে নেমেছে। যে কারণে গমের চাহিদা পূরণে ব্যয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা।