এয়ার-ভাইস-মার্শাল-মো.-মঞ্জুর-কবীর-ভূঁইয়া

বন্যায় আকাশপথে যাত্রী বৃদ্ধি; টিকিটের দাম না বাড়ানোর আহ্বান বেবিচক চেয়ারম্যানের

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, দেশে চলমান বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্থ হওয়ায় আকাশ পথে যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। তাই সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষকে কোন বাড়তি ভাড়া আদায় না করার বিষয়েও অবগত করা হয়েছে। এছাড়া এয়ারলাইন্স কোম্পানীগুলোকে বাড়তি ফ্লাইট দিয়ে যাত্রীসেবা বৃদ্ধির ব্যাপারে অনুরোধ করেছেন এবং সে অনুযায়ী কোম্পানীগুলো ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও তিনি জানান।