রাজধানীর বাইরে সারাদেশে ঋতুরাজ বসন্তকে বরণে চলছে নানা আয়োজন। বাসন্তী বসনে তরুণ-তরুণীদের দেখা যায় ঊচ্ছ্বাসমুখর। সংগীত, নৃত্য, আবৃত্তিতে ছড়িয়ে দেয়া হয় বসন্তের রং। বসন্ত বরণ, ভালোবাসা দিবস একইসঙ্গে সরকারি ছুটির দিন হওয়ায় ভিড় বেড়েছে বিভিন্ন পর্যটন স্পটে।