ইসরাইলি মন্ত্রিসভায় গাজার যুদ্ধবিরতি চুক্তি পাস
অবশেষে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভায়ও পাস হলো গাজার যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি। আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে রোববার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের বন্দিবিনিময়। তবে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েও গত দুইদিনে হামলা চালিয়ে একশ ১০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করায় ক্ষেপেছে হামাস। ইচ্ছাকৃতভাবে বোমা হামলা জোরদার করে নেতানিয়াহুর সেনারা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ব্যর্থ করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের।