সাগর-নদীর বাংলাদেশ সীমানায় কেন কমছে ইলিশ?
সাগর কিংবা নদী, বাংলাদেশ সীমানায় দিনকে দিন কমছে ইলিশের পরিমাণ। প্রতিবেশী দেশের রপ্তানি কিংবা পাচারের বাইরে আহরণ আর চাহিদার এই মারপ্যাঁচে চড়া হচ্ছে ইলিশের বাজার। কিন্তু কেন কমছে ইলিশ? বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য প্রাকৃতিক দুর্যোগের দায় আছে তবে প্রধান সমস্যা নদীদূষণ কিংবা ইলিশের প্রজননক্ষেত্র ধ্বংস। তারা শঙ্কা করছেন, দূষণ বন্ধ করতে না পারলে, পরিযায়ী এই মাছটি ভিন্ন দেশেও চলে যেতে পারে।