বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানির প্রয়াণ
ভারতের কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। গতকাল (সোমবার, ২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মারা যান। বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা শোলে-তে জেইলর চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি। অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তার ভাতিজা অশোক আসরানি। মৃত্যুকালে আসরানির বয়স হয়েছিল ৮৪ বছর।