প্রাকৃতিক বনভূমি ধ্বংস জলাশয় ভরাটের ফলে নেত্রকোণায় কমছে মেছো বিড়ালের সংখ্যা। এক সময় হাওরসহ জেলার সবখানেই এর দেখা মিললেও খাদ্য ও আবাসস্থল সংকটে বর্তমানে বিলুপ্তির পথে প্রাণীটির। স্থানীয়রা বলছেন, বন-জঙ্গল কমে আসায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এ অবস্থায় প্রথমবারের মতো বাংলাদেশে পালিত হচ্ছে ‘বিশ্ব মেছো বিড়াল দিবস’।