বিগত সময়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধান বিচারপতি
বিগত সময়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই সাথে আশ্রয়ের বদলে মানুষ নিপীড়ন পেয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ (রোববার, ৮ ডিসেম্বর) সুশাসনের জন্য জন-কেন্দ্রিক সংস্কার ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের আকাঙ্ক্ষা নিয়ে নাগরিক কনফারেন্সে এসব কথা বলেন প্রধান বিচারপতি।