দাদনের ফাঁদে থমকে আছে উপকূলীয় জেলেদের জীবন
দারিদ্র্যের শেকলে বাঁধা উপকূলীয় জেলে জীবন। সে কারণেই জেলেদের হাত পাততে হয় মহাজনের কাছে। দাদনের মাধ্যমে পেশার শুরু হলেও দুষ্টচক্রে ফেঁসে যান জেলে। অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট মহাজনের কাছেই স্বল্পমূল্যে সরবরাহ করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে শিকার করা ইলিশ। এতে আড়তদার বা মহাজনের ভাগ্যের পরিবর্তন হলেও জেলে জীবন আটকে যায় দাদনের মারপ্যাঁচে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এ অবস্থা থেকে পরিত্রাণে সরকারকেই নিতে হবে কার্যকর পদক্ষেপ।