রেললাইনে তাপমাত্রা বাড়লে গতি কমিয়ে চলবে ট্রেন
দেশের বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এ অবস্থায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় পূর্বাঞ্চল রেলপথে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে রেললাইনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস হলে যাত্রীবাহী ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চলবে।