খাল থেকে উদ্ধার হলো রিকশা, বাথটাব, কমোড
রিকশা, বাথটাব, কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ কী নেই খালে? প্লাস্টিকের বোতল তো মিলছে অহরহই। রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা এসব বস্তুই জলাবদ্ধতার অন্যতম কারণ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম আতিক জানান, কোটি লোকের বসবাসের এই রাজধানী জলাবদ্ধতামুক্ত রাখতে নগরবাসীকে সচেতন হতে হবেই।