ছাত্র-জনতার তুমুল আন্দোলনের পর দীর্ঘ ১৬ বছর পর রাজনৈতিক পালাবদল দেখলো বাংলাদেশ। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দেশে সুশাসন ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেবে নতুন সরকার। পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি প্রবাসীদের।