যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবানন-ইসরাইল সীমান্ত এখন থমথমে। যুদ্ধবিরতি শুরুর পরপরই অভিযোগ উঠেছে শর্তভঙ্গ করে লেবাননের দক্ষিণে হামলা করেছে আইডিএফ। যদিও তেল আবিব দিচ্ছে ভিন্ন যুক্তি। এদিকে, যুদ্ধবিরতির মধ্যে নিরাপত্তা ঝুঁকি থাকলেও ঘরে ফেরার চেষ্টা করছেন লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষ। অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। শীতের মধ্যে বৃষ্টিতে শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের মানবিক সংকট চরমে পৌঁছেছে। উপত্যকাটিতে ইসরাইলি হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ৪২ ফিলিস্তিনি।
যুদ্ধবিরতির পরও দক্ষিণাঞ্চলে ফিরতে পারছে না লেবাননবাসী
যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে পারছেন না সাধারণ মানুষ। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আপাতত এখানেই অবস্থান করবেন তারা। এদিকে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত যুদ্ধবিরতি কার্যকর করলেও যেকোনো অপ্রত্যাশিত হামলার জবাব দেবে তেল আবিব।