হোয়াইট হাউজে ট্রাম্প দম্পতির প্রথম বড়দিন, মেলানিয়ার বিশেষ আয়োজন
হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর প্রথম বড়দিন ট্রাম্প দম্পতির। উৎসব সামনে রেখে তাই মন ভরানো, চোখধাঁধাঁনো সাজে সেজে উঠেছে বিশ্বের অন্যতম আলোচিত এ স্থাপনা। ‘হোম ইজ হয়্যার হার্ট ইজ’ থিমে বাসভবন আর কর্মক্ষেত্র সাজিয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া।