বছরজুড়ে আলোচনায় ওটিটি'র কন্টেন্ট
দেশ-বিদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে এ বছর মুক্তি পেয়েছে বহু কনটেন্ট। এক একটি সিনেমা, সিরিজের গল্প ছাড়িয়ে গেছে অন্যটিকে। সিরিজের বছরে যেমন এসছে আলোচনার সঙ্গে নানা প্রাপ্তি, তেমনি হয়েছে সমালোচনাও। সেই ভিড়ের মধ্যেও বছরজুড়ে আলোচিত কনটেন্টগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা।