বিশ্ববাজারে বাংলাদেশি ক্যাডেটদের চাহিদা বাড়ছে
শৈশবে খেলতে খেলতে অনেকেই হয়তো ভেবেছেন বড় হয়ে জাহাজ চালাবেন। উত্তাল সাগরে হবেন একজন সিন্দাবাদ, কলম্বাস কিংবা হালের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। তবে সিন্দবাদ কিংবা কলম্বাস হতে না পারলেও রয়েছে নাবিক হয়ে সমুদ্র জয়ের সুযোগ।