রাজনৈতিক প্রভাব ও মালিকদের অসহযোগিতায় থমকে ঢাকার বাস রুট একীভূতকরণ প্রকল্প
বিভিন্ন জটিলতায় থমকে আছে রাজধানীর বাসগুলোকে একীভূতকরণ প্রকল্প। থমকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব, বাস মালিকদের অসহযোগিতা ও সরকারের অক্ষমতাই কারণ বলছে বিশেষজ্ঞরা। বাস মালিকরা পরিকল্পিত নীতিমালা না থাকার অভিযোগ করলেও, এখনো বাস্তবায়ন সম্ভব বলছে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।