থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বাফেলো রেস, যাচাই করা হয় মহিষের দক্ষতা
থাইল্যান্ডে হয়ে গেলো ঐতিহ্যবাহী বাফেলো রেস। প্রতি বর্ষায় ফসল উত্তোলনের মৌসুমে আয়োজন করা হয় এ উৎসবের। যার প্রচলন শুরু হয়েছিলো প্রায় ৪শ’ বছর আগে। হাল চাষে কোন মহিষ কতোটা দক্ষ, সেটাও পরখ করা হয় এ প্রতিযোগিতায়।