পানি প্রবাহ বন্ধ করে অপরিকল্পিতভাবে শরীয়তপুরে পদ্মার শাখা নদীতে বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এই অঞ্চলের লাখও মানুষ। পানি প্রবাহ না থাকায় নদীপথে যোগাযোগ যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি অনাবাদি থাকছে কৃষি জমি। বাঁধ নির্মাণের প্রতিবাদে আন্দোলন তো হয়েছেই ছিল আদালতের নিষেধাজ্ঞাও। তবুও তা আমলে নেয়নি পানি উন্নয়ন বোর্ড।