ঘূর্ণিঝড় দানা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়া দানা রাতের মধ্যে ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে। ১০ লাখ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ওড়িশা প্রশাসন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দুই শতাধিক ট্রেন বন্ধের পাশাপাশি বাতিল করা হয়েছে কলকাতার বিমানবন্দরের কার্যক্রম। আগামী শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান।