প্রতি বছর বর্ষায় আগ্রাসী হয়ে উঠে কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। ভাঙে নদীর তীর, আর ঘরহারা হয় মানুষ। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে গত কয়েক দশকে নদীগর্ভে বিলীন হয়েছে আড়াইশ'র বেশি ঘরবাড়িসহ ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী ৫টি গ্রামের আরও ৩ শতাধিক পরিবার। এসব এলাকায় স্থায়ী বেড়িবাঁধ বা সিসি ব্লক স্থাপনের দাবি স্থানীয়দের।