প্রহসনের নির্বাচন: তিন সাবেক সিইসি, শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
প্রতারণামূলক ও প্রহসনের নির্বাচন করায় সাবেক তিন সিইসি, কমিশন সচিব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। একপেশে নির্বাচনের মাধ্যমে সংবিধানের শপথ ভঙ্গ করার অভিযোগ এনে আদালতে মামলাটি করেন সাবেক এক বিএনপি নেতা। মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।