চুইংগাম নিয়ে যেসব তথ্য হয়তো জানেন না!
চুইংগাম কখনো খাননি কিংবা খেতে পছন্দ করেন না, এমন কেউ কি আছে? বলা যায় মোটামুটি সবারই শৈশবজুড়ে আছে চুইংগামের স্মৃতি। মুখের জড়তা কাটানো থেকে শুরু করে খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে চুইংগামের রয়েছে কার্যকর ভূমিকা। শুধু আধুনিক যুগেই নয়, প্রায় পাঁচ হাজার বছর আগেও বিভিন্ন সভ্যতায় চুইংগামের অস্তিত্ব পাওয়া যায়।