চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মানববন্ধন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করা হয়।
‘চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে, তবে কতটুকু তা পর্যালোচনার পর সিদ্ধান্ত’
বৈঠক শেষে পর্যালোচনা কমিটির প্রধান
সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। তবে কতটুকু বাড়ানো উচিত হবে তা পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হবে। সচিবালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন কমিটি প্রধান আবদুল মুয়ীদ চৌধুরি। আর আন্দোলনকারীরা জানান, ৭ দিন পর পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা দিলে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা।
একযুগ পরও উপেক্ষিত চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবি
বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজপথে অবস্থান
১ যুগেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছেন প্রত্যাশীরা। দীর্ঘ সময় পার হলেও দাবি মেনে না নেয়া ও এ সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীরা।