চলছে-বড়দিনের-প্রস্তুতি
বড়দিন পালনে বিভিন্ন দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বড়দিনের উৎসব পালনে বিশ্বের বিভিন্ন দেশেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই দিনের বিশেষ চরিত্র গ্রিঞ্চের অবয়বে সেজে অপরাধীদের ধরছেন পেরুর পুলিশ। আবার তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়ে ট্রাম্পের পুতুল নিয়ে ঘুরছেন এক শিল্পী। সংযুক্ত আরব আমিরাত ও মিশরের মতো মুসলিম দেশগুলোতেও রয়েছে নানা আয়োজন।
সারা বিশ্বে চলছে ক্রিসমাসের প্রস্তুতি
ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকা। বিশ্বজুড়ে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তা ক্লজ, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সুখ-শান্তি এমন প্রত্যাশা সকলের।