জাতীয় দল থেকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ভারতীয় ফুটবলের অন্যতম স্ট্রাইকার সুনীল ছেত্রী। ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ছেত্রী। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সুনীল নিজেই। জানান নীল জার্সি তুলে রাখতে কষ্ট হলেও এটাই সঠিক সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার।