ফ্রান্সের দ্বিতীয় স্তরের ক্লাব কায়েনকের মালিকানা পেতে ২ কোটি ইউরো বিনিয়োগ করতে হবে রিয়াল মাদ্রিদ সুপার স্টারকে। দুই কোটি ইউরো ব্যয় করলে ৮০ শতাংশ মালিকানা পাবেন এমবাপ্পে।
বর্তমানে কায়েনকে ক্লাবটির মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি। তাদের কাছ থেকেই ক্লাবটি কিনতে আগ্রহী হয়ে উঠেছেন কিলিয়ান। আগামী মাসে ক্লাবটি কেনার ব্যাপারে সব কিছু চূড়ান্ত করবেন এমবাপ্পে।
কিছুদিন আগে রিয়াল মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার পর এখনও রিয়ালের জার্সি গায়ে মাঠে নামেননি ফরাসি এই ফুটবলার। সব কিছু ঠিক থাকলে ১৪ আগস্ট আতাল্টার বিপক্ষে রিয়ালের হয়ে অভিষেক হবে কিলিয়ান এমবাপ্পের।