ফুটবল
এখন মাঠে
0

ইউরো কাপে স্পেনকে চ্যাম্পিয়ন করেছে এক শিপপাঞ্জী

নান্দনিক আর গতির ফুটবল খেলা, স্পেন নাকি ইংল্যান্ড কে জিতবে ইউরো চ্যাম্পিয়নের শিরোপা। ফুটবল প্রেমীদের মাথায় এই একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন স্পেন কেউ আবার নিজের ভোট দিয়েছেন ইংলিশদের। তবে স্পেনকে চ্যাম্পিয়ন করেছে ডর্টমুন্ড চিড়িয়াখানার এক শিপপাঞ্জী।

বিশ্বব্যাপী ফুটবল প্রেমীরা এই মুহুর্তে বুদ হয়ে আছে ইউরো চ্যাম্পিয়নশিপে জমাজমাট লড়াইয়ে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ইংল্যান্ডের প্রথমবার না কি গতির ফুটবল খেলা স্পেনের চতুর্থ শিরোপা জয়। এ নিয়ে কতশত কথা আর প্রশ্নে বিভোর ফুটবল ভক্তরা।

ইউরোর মেগা ফাইনাল নিয়ে সাবেক ফুটবলার-সমর্থকদের অনুমান-আলোচনাতো নতুন কিছু নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাণীদের ভবিষ্যতপ্রাণীও। আলভারো মোরাতা না কি হ্যারি কেইনের হাতে উঠবে এবারের ইউরোর শিরোপা।

ডর্টমুন্ড চিড়িয়াখানার এক শিপপাঞ্জীর কাছে নান্দনিক ফুটবল খেলা স্পেন-ই জয়ী। দু'দেশের পতাকা চোটের ব্যাগে প্রাণিদের সামনে ঝুলিয়ে দেয়া হয়। কে জানে কী ভেবে হলুদ আর দু'পাশে লাল রংয়ের পতাকার দেশটাকে পছন্দ শিপপাঞ্জীটির।

বড় ম্যাচের আগে প্রাণী দিয়ে ভবিষ্যতবাণী করা এটাই প্রথমবার নয়। এর আগেও ২০১০ সালে ফিফা বিশ্বকাপের আগে প্যল দ্য অক্টোপাস শিরোনাম হয়েছিল। এরপর সিংহ, বাজপাখি, বিড়াল, তিমিরকে দিয়ে করানো হয় একই পরীক্ষা।

এসএস