চেন্নাইয়ের মাটিতে এবারের আইপিএলের প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এক হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে স্বরূপে ফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে কিছুটা নিস্প্রভ পারফরম্যান্সের পর যেন আগ্রাসী এক মুস্তাফিজকে দেখল ক্রিকেটপ্রেমীরা।
উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তখন চার ওভার। সেসময় চেন্নাই সুপার কিংসের পক্ষে বল হাতে মুস্তাফিজ। প্রথম দুই বলে মাত্র এক বাউন্ডারি ফাফ ডু প্লেসির। এরপরই কাটার মাস্টারের বলের গতিতে বেসামাল হয়ে রবীন্দ্র জাদেজার মুঠোবন্দি হয়ে ফেরেন প্লেসিস। একই ওভারে ফিজের দ্বিতীয় শিকার রজত পাতিদার।
ফিজের বোলিং তাণ্ডবে তারকা ক্রিকেটার বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিনও পাননি ছাড়। ত্রিশের ঘর পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফিরেছেন এই দুই ব্যাটার। আর তাতে চলতি আইপিএলে উদ্বোধনী ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ের খ্যাতি অর্জন করেন বাঁহাতি বোলার।
এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এক ম্যাচে ১৬ রানে ৩ উইকেট মুস্তাফিজের সেরা বোলিং। সেবার উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন বাংলাদেশের এই পেসার। পরে ২০২২ সালে দিল্লির হয়ে ১৮ রানে ৩ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। ২১ এবং আঠারো সালেও নিজের কৌশলে তাণ্ডব দেখিয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
আইপিএলে মুস্তাফিজের পঞ্চম দল চেন্নাই সুপার কিংস। দলে ভেড়াতে ফ্রাঞ্চাইজিটির খরচ ২ কোটি রুপি। এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে বিশ্বের জমজমাট এই আসরে নিজের নাম লেখান কাটার মাস্টার। সেবার প্রায় দেড় কোটিতে তাকে দেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দলটি। সতেরোতে হায়দ্রাবাদে একই রুপিতে খেলেন ফিজ। ২০১৮ সালে দলটি তাকে ছাড়ায় সে সুযোগে ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ানস। ২১ সালে এক কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের পেস ইউনিটে যোগ দেন তিনি। পরে ২২ এ দিল্লি ক্যাপিটালসের হয়ে ২ কোটি রুপিতে খেলেন বাঁহাতি এই বোলার।