টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০০০ সালে। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচটিতে প্রথম ইনিংসে আলো ছড়িয়েছিল নাইমুর রহমান দুর্জয়ের দল। আমিনুল ইসলাম বুলবুলের শতকের ওপর ভর করে দলীয় স্কোর পৌঁছায় চারশোর কোটায়। এমন সংগ্রহে ইতিবাচক কিছুর প্রত্যাশাই করেছিলেন সমর্থকরা।
কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে জয়ের আশাটা মাটি হয়ে যায় বাংলাদেশের। টিম ইন্ডিয়া ম্যাচটি জিতে নেয় ৯ উইকেট। ফলে জয়ের জন্য অপেক্ষা বাড়ে বাংলাদেশের।
সেই অপেক্ষা ফুরোয় ৫ বছর পর। ঘরের মাটিতেই প্রথম টেস্ট জয়ের আনন্দে মাতে টিম টাইগার্স। সেবার চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে দেয় হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ। যা ছিলো তাদের ৩৫তম টেস্ট। তখন ক্রিকেটাররা টেস্ট খেলে নামমাত্র ফি পেতেন। সময়ের পরিক্রমায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। এখন ম্যাচপ্রতি ৬ লাখ টাকা করে পান একজন ক্রিকেটার। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে কতটা উন্নতি করেছে এই দল?
উত্তর খুঁজতে গেলে হয়তো আপনি হতাশই হবেন। প্রথম টেস্ট জয়ের পর একশ'র বেশি টেস্ট খেলেছে লাল-সবুজ প্রতিনিধিরা। তবে, জয়ের সংখ্যাটা অপ্রত্যাশিতই বলা যেতে পারে। কারণ গত ২৪ বছরে ১৪০ টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে ১৯ টিতে। হেরেছে ১০৩ টিতে। আর ড্র হয়েছে ১৮টি।
দুই যুগ ধরে লাল বলের ক্রিকেট খেললেও টেস্ট খেলুড়ে সব দলকে এখন পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। যারমধ্যে রয়েছে ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার মতো দল। অথচ প্রতিটি দলের বিপক্ষেই দশটির বেশি ম্যাচ খেলেছে টাইগাররা।
সময়ের সাথে পাল্লা দিয়ে সাদা বলের ক্রিকেটে যতটা এগিয়েছে বাংলাদেশ। অভিজাত সংস্করণে সেই গতি বেশ মন্থর, সে কথাই বলছে পরিসংখ্যান।