এছাড়াও শুক্রবার (৫ জানুয়ারি) সারাদেশে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, কর্মসূচি পালনে মামলা-হামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গেল ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশের পর থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনসহ একদফা দাবি আদায়ে হরতাল, অবরোধ, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি।