নতুন বছরকে বরণ করে নিতে রমনার বটমূলে আজ (রোববার, ১৪ এপ্রিল) সাজানো হয় ছায়ানটের মূল আয়োজন। ভোরের আলো ফোটার সাথে সাথেই এ আয়োজন দেখার জন্য রমনায় ভিড় করতে থাকে মানুষ।
নতুন বছরকে বরণ করে নিতে তারা দলে দলে যোগ দেন ছায়ানটের আয়োজনে। পুরোনো বছরের সব গ্লানি মুছে সবাই নতুন বছরকে আপন করে নিতে সামিল হন একসঙ্গে।
প্রতি বছরের ন্যায় এ বছরও ভোর সোয়া ৬টায় ছায়ানটের আয়োজনে রমনায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। ছায়ানটের দুই শতাধিক শিল্পী এ আয়োজনে অংশগ্রহণ করেন।
তাদের এ আয়োজনে ছিল ১৫টি সম্মিলিত গান, ১১টি একক গান ও দু'টি কবিতা আবৃতি। এবং ছায়ানটের প্রতিষ্ঠাতা সনজিদা খাতুনের একটি কথন ছিল এ অনুষ্ঠানে। শারীরিক অসুস্থতার জন্য তিনি সরাসরি অনুষ্ঠানে এসে যোগ দিতে পারেননি। সেজন্য ভিডিও বার্তায় কথন শুনান সনজিদা খাতুন।
বাঙালির কাছে ছায়ানটের এ আয়োজন এক আবেগের নাম। ১৯৬৭ সালে রমনায় প্রথম ছায়ানটের আয়োজন শুরু হয়। যুগ যুগ ধরে হয়ে আসছে এ আয়োজন।