বিভিন্ন ব্র্যান্ডের ৪২৪টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে জাহাজ

অর্থনীতি , আমদানি-রপ্তানি
দেশে এখন
0

বিভিন্ন ব্র্যান্ডের ৪২৪টি গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমভি লোটাস লিডার মোংলা বন্দরে ভিড়েছে।

আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দরের পাঁচ নম্বর জেটিতে পৌঁছায়। জাহাজটিতে জাপান থেকে আমদানি করা গাড়ি রয়েছে। এরমধ্যে উত্তরা মটরসের ২০টি নতুন গাড়ি রয়েছে বলে জানানো হয়।

বেলা সাড়ে ১২টায় জাহাজ থেকে গাড়ি খালাসের কার্যক্রম শুরু হয়। খালাস কার্যক্রম শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে। এরপর গাড়িগুলো বন্দরের শেডে রাখা হবে। সেখান থেকে পরে সুবিধামতো সময়ে আমদানিকারকরা গাড়ি নিয়ে যাবেন।

এলসি জটিলতার কারণে কিছুদিন গাড়ি আমদানি কম ছিলো। এখন গাড়ি আমদানি নিয়মিত গতিতে হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এতে করে আমদানিকারকরা সন্তুষ্টি প্রকাশ করেন।