ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে চালু হচ্ছে জোড়া কমিউটার ট্রেন

নারায়ণগঞ্জ কমিউটারে যুক্ত হচ্ছে উন্নত কোচ

দেশে এখন
0

আগামী ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে। বিশেষ এ ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ০৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দু”টির টিকেট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

একই সাথে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে আগামী ২৬ মার্চ মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচলকারী চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৫ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা হতে নরসিংদী ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

এর ধারাবাহিকতায় এই দুই রুটে রেলওয়ে বহরে নতুন এই কমিউটার ট্রেন যুক্ত হচ্ছে। মূলত এর মাধ্যমে ঢাকা, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরববাজার ও এর আশপাশের কর্মজীবী ও অফিসগামী মানুষ নিজ বাড়িতে থেকে সহজে ঢাকায় দাপ্তরিক ও দৈনন্দিন কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। তাছাড়া এতে রাজধানীর যানজটও বহুলাংশে কমবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!