আবরার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের আসামির জেল থেকে পালানোয় মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশে এখন
0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ায় দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

গতকাল (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, 'জেল থেকে দণ্ডপ্রাপ্তদের পলায়ন রাষ্ট্রের জন্য লজ্জার, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।'

পলায়ন কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ দ্রুত সময়ে সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের জাবি জানান।

উল্লেখ্য, ভারতীয় আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা।

এসএস