নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার

রাজনীতি
দেশে এখন
0

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেই দলের নাম, প্রতীক, নেতৃত্ব, নির্বাচনসহ নানা বিষয়ে ধারণা দিতে বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কেমন বাংলাদেশ চান? অনলাইন ও অফলাইনে অংশ নেয়া দুই লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দলের সবকিছু ঠিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, 'নতুন রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি, ঐতিহাসিক দায় থেকে তৈরি হয়েছে। অনলাইন ও অফলাইনে দু'লাখ মানুষের জনমত জরিপের ভিত্তিতেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।'

তবে এই জরিপে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে মানুষের মধ্যে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐতিহাসিক দায় থেকে সৃষ্টি হওয়া এই দলে বাংলাদেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে।

সারজিস আলম বলেন, 'ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ প্রাধান্য পাবে। কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন হবে।'

২৮ ফেব্রুয়ারি দুপুর তিনটায় জাতীয় সংসদকে সামনে রেখে দলের নেতারা শপথ নেবেন বলে জানান সারজিস।

তিনি বলেন, '২৮ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে দুপুর ৩টায় নতুন দল আত্মপ্রকাশ করবে। জাতীয় সংসদকে সামনে রেখে শপথ নেবো আমরা।'

জনগণের কাছ থেকে আসা প্রস্তাবিত নাম, প্রতীকসহ সবকিছু যাচাই বাছাই করে ২৮ তারিখেই জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এসএস