ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ৫

দেশে এখন
0

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি বাস ও একটি পেট্রল গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ বাসযাত্রী আহত হয়েছে। আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টায় এক্সপ্রেসওয়ের কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহণের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহণের আরেকটি বাস ধাক্কা দেয়।

এতে গ্রিন ঢাকা পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহণের প্রায় ৫ জন যাত্রী গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও মৃত্যু বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় মাওয়াগামী লেনে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

এএইচ