সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্ব পরিপন্থী: সিইসি

দেশে এখন
0

সংস্কার কমিশনের সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্ব পরিপন্থী বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ (রোববার, ২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত- আরএফইডি টকে তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাব অযৌক্তিক।

সংস্কারের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে জানিয়ে সিইসি বলেন, ‘আগামী বছরের জুনে বর্ষাকাল, তাই সেসময় নির্বাচন করা কঠিন।’

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমার যে ভোটার রেজিস্ট্রেশন বা ডিলিমিটেশন অন্যের কাছে দেয়া এইটা আমার নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেটের স্পিরিটের বিরুদ্ধে’

এ এম এম নাসির উদ্দীন আরো বলেন, ‘একটা সুন্দর ইলেকশন আমরা করতে পারব, যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিলে এতে স্বাধীনতা খর্ব হবে যা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। মে-জুন মাস বর্ষাকাল থাকে। বর্ষাকালে অতীতে নির্বাচন আয়োজন করতে দেখা যায়নি। নির্বাচনের দেড়-দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। ডিসেম্বরে নির্বাচন করতে হলে আমাদেরকে অক্টোবর নাগাদ পূর্ণ প্রস্তুত থাকতে হবে।’

এএম