আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। এর আগে, সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা তদন্তে নতুন করে ৮ সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই সঙ্গে আগের সাত সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন করে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। যেখানে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হয়।
এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা, তা উদঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে।
আদেশে বলা হয়, কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে।