দেশে এখন
0

‘অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার সমালোচনা-মন্তব্য ভারত সরকার সমর্থন করে না’

—ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে বিক্রম মিশ্রি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার সমালোচনা ও মন্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু কোনো একক রাজনৈতিক দল (আওয়ামী লীগ) বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় এবং ভারত বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগী।’

বিক্রম মিশ্রি আরো বলেন, ‘শেখ হাসিনা তার মন্তব্য করার জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন এবং ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে কোনো প্লাটফর্ম বা সুবিধা দেয়ার সঙ্গে ভারত সরকার জড়িত নয়।’

এর আগে বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকা সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্টের কোনো কারণ নেই। সম্পর্ক এগিয়ে নেয়া হবে।’

এদিকে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে। সেই বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়। জানিয়ে দেয়া হয়, শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ।

এএম