আজ (বুধবার, ৪ ডিসেম্বর) ঢাকার রেডিসন ব্লু হোটেলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালাটিতে সশস্ত্র বাহিনীর ৩০ জন কর্মকর্তা যোগদান করেন।
বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করা এবং প্রতিবন্ধকতা নিরসনকল্পে ইউএন ওমেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে।
কর্মশালাটি আয়োজনের উদ্দেশ্য হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী সমূহে জেন্ডার বায়াস সর্ম্পকে ধারণা বৃদ্ধি করা, যার ফলে বাহিনী সমূহ জেন্ডার ইকুয়ালিটি বজায় রাখার ক্ষেত্রে অধিকতর ভূমিকা পালন করতে পারবে।
এছাড়াও, উক্ত প্রশিক্ষণ কর্মশালা হতে প্রাপ্ত ফিডব্যাকের মাধ্যমে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের বর্তমান প্রশিক্ষণ পাঠ্যক্রমসমূহ আরো সমৃদ্ধ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।— বিজ্ঞপ্তি