দেশে এখন
0

আগরতলার বর্বরোচিত হামলা কলকাতার হামলারই ধারাবাহিকতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে ভাঙচুরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আর এ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (সোমবার, ২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগরতলার বর্বরোচিত হামলা ২৮ নভেম্বর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলারই ধারাবাহিকতা।

দূতাবাসগুলোতে নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেই দেশের সরকারের মনে করিয়ে দিয়ে এতে বলা হয়, এ ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

এছাড়া জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় ঢাকা। অন্যদিকে এক বিবৃতিতে নয়াদিল্লি জানায়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশিত নয়।

কূটনৈতিক ও সরকারি স্থাপনা কোনো হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত না। ভারতের সরকার নয়াদিল্লিসহ অন্যান্য স্থানে বাংলাদেশ হাইকমিশন এবং সেখানকার কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

ইএ