আজ (শনিবার, ২৯ নভেম্বর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ কোন দেশের জন্য আতঙ্কের কারণ হবে না। সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারের সাথে এবং বাংলাদেশর সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসবে। ভারতের সাথে একটা ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করা হবে যাতে করে দুই পক্ষের স্বার্থ রক্ষা হয়।’
বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সমস্যা ও উদ্বেগ দূর করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের সমস্যাগুলো সমাধানে তেমন নজর দেয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুইদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।’
প্রতিবন্ধকতা দূর করে অন্তর্বর্তী সরকার দুইদেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য না থাকায় কূটনৈতিক ক্ষেত্রে অতীত অনেক কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ।