দেশে এখন
0

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও জেলবন্দিদের মুক্তিসহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। অংশ নেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। একই সঙ্গে চাকরিচ্যুত তৎকালীন বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি জানানো হয়।

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে মাঠে নেমেছে ভুক্তভোগী সদস্যদের পরিবার। ব্যানার-ফেস্টুনসহ রাজপথে দাঁড়িয়েছেন দণ্ডিত সদস্যদের মা-বাবাসহ স্বজনরা। একটাই দাবি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

আজ (বুধবার, ২৭ নভেম্বর) সকালে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে ব্যানার-ফেস্টুনসহ বিডিআর সদস্যদের শতাধিক পরিবার অংশ নেয়। একইভাবে যশোরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীদের স্বজনরা। এ সময় জেলবন্দি সন্তানের মুক্তির দাবি জানান তারা।

একই দাবিতে নাটোর, শরীয়তপুর ও শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। এ সময় অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জেলবন্দি সদস্যদের মুক্তি দেয়াসহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি জানান বক্তারা।

কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর নতুন করে আরেকটি মামলা হয়। যেখানে অভিযুক্ত তালিকায় যুক্ত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম এবং জাহাঙ্গীর কবির নানক ও হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগ সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম।

এএম