কৃষি
দেশে এখন
0

হবিগঞ্জে ধান বীজের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি

বোরো মৌসুমের শুরুতে বীজের মূল্যবৃদ্ধির কারণে হোঁচট খাচ্ছেন কৃষকরা। গেল বছরের তুলনায় এবার বোরো ধানের বীজের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি। হবিগঞ্জের বাজারগুলোতে প্রতিকেজি ধান বীজ ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, গত মৌসুমে হাইব্রিড মোটা জাতের ধানবীজ কেজি প্রতি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হলেও এবছর সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৪২০ থেকে ৪৪০ টাকায়।

অন্যদিকে, হাইব্রিড চিকন জাতের ধানবীজের ক্ষেত্রে গত বছর কেজিপ্রতি দাম ছিল ৩৪০ থেকে ৩৪৫ টাকা। যা এবার বিক্রি হচ্ছে ৪৪০ থেকে ৪৬০ টাকায়। এতে কৃষকদের চাষাবাদ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মূলত কিছুদিন পরই বোরো মৌসুম শুরু হবে। এখন কৃষকরা বীজতলা প্রস্তুত করছেন। বীজ কিনতে বিভিন্ন এলাকার কৃষকর ভিড় করছেন সার-বীজের দোকানে। তবে এক বছরের ব্যবধানে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বাড়ায় কৃষকের চোখ কপালে।

কৃষকরা জানান, কম জীবনকাল এবং অধিক উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান চাষে আগ্রহী তারা। যে কারণে বিভিন্ন কোম্পানির এসব ধানের বীজ কিনছেন তারা।

বানিয়াচংয়ের কৃষক আবেদ আলী বলেন, ‘গত বছর যে বীজ ৩০০ সাড়ে তিনশ' টাকা দিয়া নিছি। ইবার ইতা সাড়ে চাইশ্য। ইবাবে দাম বাড়লে ক্ষেত কেমনে করন? কিছুদিন পরে আবার হালের দাম বেশি নিব, সারের দাম বাড়ব, কামলার দামও বাড়ব!’

সদর উপজেলার উমেদনগর এলাকার কৃষক সামছুল আলম বলেন, ‘দাম ২০/২৫ টাকা বাড়তে পারে। কিন্তু বাড়ছে ১০০ টাকা। এভাবে যদি সবকিছুর দাম বাড়ে তাহলে ধানের উৎপাদন খরচ পড়ব দুইহাজার টাকা। আমরা কৃষকরা ধান চাষ করে লাভ কি?

হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার সার-বীজ ব্যবসায়ী হাজী রমজান আলী বলেন, কোম্পানি থেকে ব্রিজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। তবে দামটা একটু বেশিই বাড়ছে।’

এএইচ